সুজাত মনসুর : মাছের পঁচন নাকি শুরু হয় মাথা থেকে; কিন্তু কোন রাজনৈতিক দল বা ব্যক্তির পঁচন বা পতন যাই বলি না কেনো, তারও পতন বা পঁচন যে মাথা থেকেই শুরু হবে তা ভাবতেই পারি না। বাস্তবতা কিন্তু তাই। বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, যে দলটি বেশ কয়েকবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলো, বছর খানেক আগেও সংসদে প্রধান বিরোধীদল ছিলো তার পতন বা পঁচন যে এখনই শুরু হবে এবং তা হবে মাথা থেকে তা দেখে আশ্চর্য হয়েছি, তবে অবাক হইনি।
মন্তব্য প্রতিবেদন // যে দলটির জন্মই হয়েছে ষড়যন্ত্র আর হত্যা-ক্যুর মাধ্যমে তার পরিণতি তো এমনই হবে
Wednesday, January 14, 2015
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment