সুজিৎ চৌধুরী 'হারানো দিন হারানো মানুষ' গ্রন্থে নিজের বাল্যকালের সিলেটকে তুলে ধরেছেন : অধ্যাপক আব্দুল আজিজ

Tuesday, February 17, 2015


নিজস্ব প্রতিবেদক : মহান ভাষা সৈনিক প্রফেসর এমিরিটাস মো. আব্দুল আজিজ বলেছেন, সিলেটের বর্তমান গ্রামীণ ও শহুরে সমাজচিত্রের সাথে অতীত সমাজচিত্রের বিস্তর তফাৎ। আর এই তফাৎটা বুঝা যাবে ‘হারানো দিন হারানো মানুষ’ গ্রন্থটি পাঠ করলে। প্রখ্যাত লেখক সুজিৎ চৌধুরী এতে চমৎকারভাবে সিলেটের সেকালের গ্রামীণ ও শহুরে সমাজচিত্র ফুটিয়ে তুলেছেন।

উপমহাদেশের প্রখ্যাত লেখক সুজিৎ চৌধুরীর জন্মমাটি সিলেট নিয়ে লেখা ‘হারানো দিন হারানো মানুষ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License