কানাইঘাট জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত দু’দিন কানাইঘাট থানা পুলিশ বিভিন্ন স্থানে হানা দিয়ে জামায়াত শিবিরের আরো ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারের বোরহান ট্রেডার্সের মালিকের চাচাতো ভাই হাফিজ ফারুক আহমদ (২৫) কে জামায়াতকর্মী সন্দেহে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। ঘটনার সময় কানাইঘাট বাজারে আতংক ছড়িয়ে পড়ে। পরে আহত ফারুক আহমদকে স্থানীয় সাংবাদিকসহ কয়েকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহত ফারুক জানিয়েছেন, তিনি জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত নন। কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার প্রাক্তন ছাত্র তিনি। চাচাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় জামায়াত কর্মী সন্দেহে তার উপর আক্রমন করে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী।
এদিকে, গত গতকাল কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিকেল ৩টায় সড়কের বাজারে অভিযান চালিয়ে বাজারের মেসার্স রহিম ফার্মেসীর মালিক ডা. সুহাইবুর রহমান খান (৪৫) এবং গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মহেষপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ব্যবসায়ী বদরুল ইসলাম লাভু (৩০) ও গত বুধবার সড়কের বাজারের লনি-র মাটি গ্রামের আবুল ফয়েজ (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই জামায়াত শিবিরের রাজনীতির সাথে সরাসরি জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিভিন্ন মামলার আসামী দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
জামায়াতকর্মী সন্দেহে ব্যবসায়ী প্রহৃত ৩ জামায়াত শিবির কর্মী গ্রেফতার
Friday, December 20, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment