আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছোটভাইকে হত্যার দায়ে বড়ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল-ইসলাম এ রায় দেন।
দন্ডিত আতাউর রহমান (৪৫) নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের প্রয়াত মানিক মিয়ার ছেলে।
মামলার বিবরণ জানা যায়, ২০০৮ সালের ১৪ নভেম্বর তুচ্ছ ঘটনা নিয়ে আতাউর ছোটভাই তৌহিদুর রহমানের (৪০) মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে আহত তৌহিদুর পরের দিন সিলেট ওসমানী মেডিকেল করেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় বাবা মানিক মিয়া বাদী হয়ে ১৭ নভেম্বর নবীগঞ্জ থানায় আতাউরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ আতাউরকে গ্রেপ্তার করে।
নবীগঞ্জে ছোটভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন
Wednesday, June 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment