ফেসবুকে পরিচয় ॥ অতঃপর ভালবাসার টানে সিলেটে উড়ে এসে বিয়ে করলেন আমেরিকা যুবতী

Monday, November 3, 2014


নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে যোগাযোগ। পরিচয়। ভালবাসা। অতঃপর পরিণয়। তাও এক বাঙালি যুবক ও আমেরিকান যুবতীর। দুজনে এখন সুখে সংসার করছেন।

সিলেট মহানগরীর শাহী ঈদগা হাজারীবাগ এলাকার ৪৯নং বাসার মো. আব্দুল কাদির ও মিনারা খাতুনের প্রথম ছেলে আব্দুল আহাদ। ডিজিটাল বাংলাদেশের যুবক। তার ফেসবুকে থাকাটাই স্বাভাবিক। আর এই ফেসবুকেই যোগাযোগ হয় আমেরিকার সানথা ক্লেফানিয়ার রবাম লিং মেনসিল ও ফ্রানাইসকা গ্রথরিয়ামের মেয়ে ইংগ্রিথ জেনিথের সাথে। দুজনের বন্ধুত্ব আস্তে আস্তে গাঢ় হতে থাকে। ফেইসবুক ছাড়িয়ে যোগাযোগ মাধ্যম হয়ে উঠে তাদের স্কাইপে ও মুঠোফোন। এভাবে দুজুন দুজনকে ভালবেসে ফেলে।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License