দক্ষিণ সুরমা প্রতিনিধি : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিলেট বিভাগ পরিবহণ মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি আহুত সিলেট বিভাগে লাগাতার পরিবহণ ধর্মঘট ৫ দিন পিছিয়ে দেয়া হয়েছে।
সিলেট বিভাগ পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির ৭ দফা দাবিতে এই পরিবহণ ধর্মঘট বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হবার কথা ছিল। এখন তা ১১ নভেম্বর থেকে শুরু হবে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডস্থ কার্যালয়ে সিলেট বিভাগ পরিবহণ মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে কর্মসূচি সফলের লক্ষ্যে ৮ নভেম্বর সিলেটে সংবাদ সম্মেলন এবং ৯ নভেম্বর থেকে পৃথক পৃথকভাবে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সংবাদ সম্মেলন এবং উপজেলা পর্যায়ে মাইকিং ও প্রচারণা মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৫ দিন পিছিয়ে ১১ নভেম্বর থেকে সিলেট বিভাগে লাগাতার পরিবহণ ধর্মঘট
Wednesday, November 5, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment