তনুজা শারমিন তনু, দিনাজপুর : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও মানোন্নয়নে চেষ্টা অব্যাহত রেখেছে পিআইবি। তাই বুনিয়াদি থেকে শুরু করে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মফস্বল সাংবাদিকদের রাজধানী ঢাকায় নিয়ে আবাসিক ব্যবস্থায়ও প্রশিক্ষণ দেয়া হয়। খুব শিগগির সাংবাদিকতায় উচ্চতর কোর্স চালু করা হচ্ছে।
দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক ছুটু, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক একরাম হোসেন তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী, প্রথম আলোর সাংবাদিক আসাদুল্লাহ সরকার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, বিডি নিউজের সাংবাদিক মোর্শেদুর রহমান, আরটিভির সাংবাদিক আনিস হোসেন দুলাল, একাত্তার টেলিভিশন ও ডেইলি স্টারের সাংবাদিক কংকন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রিয়াজুল ইসলাম, চ্যানেল আই ও মানবজমিনের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী প্রমুখ।
ভিডিওচিত্র দেখুন।
No comments:
Post a Comment