সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ সাংবাদিকতায় ৪০ বছর পূর্ণ করলেন।
বাংলা মিডিয়া গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭৪ সালের ২৫ নভেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে সবুজ সংঘ গড়ে তুলে তখনকার সাপ্তাহিক যুগভেরীতে এই শিশু সংগঠনের খবর প্রেরণের মধ্য দিয়েই তার সাংবাদিকতা শুরু। পরবর্তী সময়ে তিনি দেশ-বিদেশের বহু নামী-দামী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করেন।
আল-আজাদ বর্তমানে ইনডিপেনডেন্ট টেভিভিশনের ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।
২০১০ সালে তার সম্পাদনায়ই সিলেট থেকে প্রথম অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ আপডেট ডটকমের আত্মপ্রকাশ, যা ইতোমধ্যে দেশে-বিদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। তিনি বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি শুধু নিজেই সাংবাদিকতা করছেন না-তৈরি করছেন নতুন নতুন সংবাদকর্মী। সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস (সিআইপি) নামের নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের মাধ্যমে অনেককে সাংবাদিকতায় আসার পথ তৈরি করে দিয়েছেন
আল-আজাদ। বিশেষ তরে তার হাত ধরেই সিলেটে মাঠ পর্যায়ের সাংবাদিকতায় এসে একাধিক নারী সাংবাদিক জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন।
একজন শিশু সংগঠক হিসেবেও তিনি সফল। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তার বিরাট অবদান। আশির দশকের মাঝামাঝি সময়ে সিলেটে গঠিত সাংস্কৃতিক জোটের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। উদীচী শিল্পী গোষ্ঠী ও খেলাঘরের উদ্যোগে সিলেটে আয়োজিত প্রথম বৈশাখী মেলার আহ্বায়ক ছিলেন আল-আজাদ। এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৪ সালে জঙ্গী গোষ্ঠীর বোমা ও গ্রেনেড হামলার সময় জীবনের ঝুঁকি নিয়ে তিনি একদল তরুণ সংস্কৃতিকর্মীকে নিয়ে সিলেটের সংস্কৃতি অঙ্গনকে সক্রিয় রাখতে অবদান রাখেন।
একাত্তরে পাকিস্তানি হানাদার ও রাজাকার নামের ঘাতক গোষ্ঠীর হাত থেকে বেঁচে যাওয়া আল-আজাদ সাংবাদিকতার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। তুলে আনছেন বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাসের নির্ভেজাল তথ্য। এ জন্যে তিনি কয়েকজন সাহিত্য-সংস্কৃতি-সংবাদকর্মীকে নিয়ে গড়ে তুলেছেন গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন। বই সংগ্রহ করছেন মুক্তিযুদ্ধ পাঠাগার প্রতিষ্ঠায়। এছাড়া তার উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক আরো অনেক কাজ হয়েছে।
আল-আজাদ একজন লেখক হিসেবেও সুনাম অর্জন করেছেন। ছড়া দিয়ে তার লেখা শুরু। গল্পও লিখেছেন। লিখেছেন নিবন্ধ-প্রবন্ধ। পত্র-পত্রিকায় একসময় নিয়মিত কলাম লিখতেন-এখন লিখেন মাঝে-মধ্যে। তার রচিত-সম্পাদিত বইয়ের সংখ্যা ৯। বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা দিয়ে সম্মানিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, খুব শিগগির সাংবাদিকতায় আল-আজাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন ও তাকে নিয়ে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
সাংবাদিকতায় ৪০ বছর পূর্ণ করলেন আল-আজাদ ॥ নিজেই শুধু সাংবাদিকতা করছেন না-তৈরি করছেন নতুন নতুন সংবাদকর্মী
Monday, November 24, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment