কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. আব্দুর রব ভূঁইয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত

Wednesday, December 25, 2013

আমাদের সিলেট ডটকম:

ছাতকের কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. আব্দুর রব ভূঁইয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন । তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের কোয়ার্টারে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে হাসপাতালের নিজ কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন ডা. আব্দুর রব ভূঁইয়া। রাত প্রায় ২টার দিকে রোগী সেজে একটি লাইটেস যোগে ৪/৫ জন কোয়ার্টারে এসে তাকে ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজা খুলে দিতেই দুর্বৃত্তরা ছুরিসহ তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ডা. আব্দুর রব ভূঁইয়াকে ছুরিকাঘাত করে লাইটেসযোগে পালিয়ে যায়। ডাক্তারের উপর হামলার প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বুধবার কর্মবিরতি পালন করেছেন।

এদিকে দুপুরে ডা. আব্দুর রব ভূঁইয়ার কোয়ার্টারের কাছ থেকে পরিত্যক্ত অবস’ায় একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. আব্দুর রব ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এক সভা হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয়েছে।

জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার দেওয়ান আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী আব্দুস সোবহান। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক,স্থানীয় হাজী আব্দুল আজিজ, তকদ্দুছ আলী পীর, এনামুল হক, আবু সুফিয়ান, আলাউদ্দিন, রেজা মিয়া তালুকদার, আব্দুল ছালিক, নুর মিয়া রাজু, রাজ উদ্দিন, সামছুদ্দিন মেম্বার, গিয়াস উদ্দিন, আব্দুল হক, গোলাম হোসেন শাকিল, রেজাউল করিম রেজা, মাস্টার জয় প্রকাশ ভৌমিক, মাওলানা তজম্মুল আলী, মঈনুল হক, সাইদুল হক সবজিল, আব্দুস সালাম, আব্দুল করিম, ফয়জুল ইসলাম মকু, আমতর আলী, জিয়াউর রহমান, আজিজুর রহমান, আবু সাঈদ, ছাদিকুর রহমান, ক্বারী আব্দুল কাদির, রতন দেব, আশকর আলী, ফারুক আহমদ, শামীম আহমদ, মারুফ আহমদ, হাবিবুর রহমান, আবুল হোসেন, নাইওর আলী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কনির উদ্দিন, শিহাব উদ্দিন, আব্দুল গফুর প্রমুখ। এদিকে সভা উপস্থিত হয়ে অপরাধিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি, ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সভার শুরুতে হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী মিছিল সহকারে প্রতিবাদ সভায় যোগদান করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। ডা. আব্দুর রব ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে কৈতক পয়েন্টের সকল ফার্মেসী বন্ধ রেখে প্রতিবাদ জানায় ফার্মেসী ব্যবসায়ী সমিতি। এ ঘটনায় জাউয়া সাউথ ওয়েস্ট ছালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License