মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি জলমহাল থেকে অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগ
জালাল আহমদ, বড়লেখা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সরকারি জলমহাল থেকে অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগ পাওয়া গেছে।
জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ ও সবুজ বাংলা মৎস্যজীবী সমিতি বরাবর ১৪১৯-১৪২১ বাংলা সালের জন্য ইজারা প্রদানে বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার পরও সবুজ বাংলা মৎস্যজীবী সমিতি থেকে ইজারা মূল্য গ্রহণ না করায় উপজেলার হাইল হাওরের আনলিবেড়ী নালের ডোবা জলমহাল থেকে স্বপ্নীল মৎস্যজীবী সমবায় সমিতির কর্তৃক মৎস্য সম্পদ অবৈধভাবে আহরণের অভিযোগ করে সবুজ বাংলা মৎস্যজীবী সমিতির পক্ষে সুজন মিয়া প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
সুজন মিয়া অভিযোগ করেছেন, হাইকোর্টের নির্দেশনা থাকার পরও নানা অজুহাতে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সবুজ বাংলা মৎস্যজীবী সমিতি থেকে ইজারা মূল্য গ্রহণ না করে সময়ক্ষেপণ করতে থাকে। আনলিবেড়ী নালের ডোবা জলমহালটি বর্তমানে ইজারাহীন অবস্থায় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে; কিন্তু তাতে পাহারার ব্যবস্থা না থাকায় প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট স্বপ্নীল মৎস্যজীবী সমবায় সমিতি সেখান থেকে অবাধে মৎস্য সম্পদ লুটপাট করছে। এতে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। এছাড়া জলমহালটি ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে।
অভিযোগপত্রে স্বপ্নীল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আমজা মিয়াসহ ৫৭ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সরকারি সম্পত্তি রক্ষার দাবি জানানো হয়।
No comments:
Post a Comment