আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর শিবগঞ্জ হাতিমবাগে সমবেত ১০২ নম্বর বাসায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর রাত পৌণে ১০ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডে বাসাটির সব মালামাল পুরে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। বাসাটি ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুর উদ্দিনের।
বিদ্যুতের শট সার্কিট অথবা গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।। অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লাখ টাকার বেশী মূল্যের মালামাল পুরে ছাই হয়ে গেছে। অন্যান্য বাসাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশেপাশে পানির সুব্যবস্থা না থাকায় এবং রাস্তা সরু হওয়ায় আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।
নগরীর শিবগঞ্জ হাতিমবাগে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
Thursday, March 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment