সুজাত মনসুর : রাজনীতি হচ্ছে একধরনের খেলা। এ খেলায় একাধিক পক্ষ থাকে বটে; কিন্তু এ খেলায় মূলতঃ প্রধান দুটি রাজনৈতিক শক্তির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সীমাব্দ্ধ থাকে। যেহেতু এ খেলায় প্রতিপক্ষ মূলতঃ দুটি (হতে পারে তা জোটগত বা একক) তাই অনেকেই এ খেলাকে দাবা খেলার সাথে তুলনা করেন। দাবা হচ্ছে বুদ্ধির খেলা, শালীন ও ভদ্র খেলা। যদিও এখন আর রাজনীতি আগের পর্যায়ে নেই, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি। আমাদের দেশের রাজনীতিকে বরং এখন দাবা খেলার পরিবর্তে রাগবি অথবা মল্লযুদ্ধের সাথে তুলনা করা যায়।
মন্তব্য প্রতিবেদন // আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং মিথ্যাচারের সংস্কৃতি
Monday, February 2, 2015
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment