আমাদের সিলেট ডটকম: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী আজ বাদ যোহর পবিত্র মদিনা শরীফে মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব ড. শায়খ আহমদ তালেবের আমন্ত্রণে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মসজিদে নববীর ইমাম বাংলাদেশের আলিম-ওলামা, মাদরাসা শিক্ষা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান-আকিদাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আল্লামা আহমদ শফী সম্মানিত ইমামকে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় আকিদা-বিশ্বাস ও তাহযীব-তামাদ্দুন এবং পবিত্র মক্কা ও মদিনার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা ও মুহাব্বত তা বিস্তারিতভাবে তুলে ধরেন। স¤প্রতি পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে মহানবী হযরত মুহাম্মদ সা. এর রওজা শরীফ সরিয়ে নেয়ার ব্যাপারে যে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছিল তার সত্যতা কতটুকু জানতে চাইলে মসজিদে নববীর ইমাম বলেন, সউদী সরকার ও মসজিদে নববী কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কিছুই জানেন না। এ সংবাদের আদৌ কোনো ভিত্তি নেই। ইতোপূর্বেও বিভিন্ন সময়ে রাসূলে পাকের রওজা মুবারক নিয়ে ইসলামের শত্রুরা নানা ষড়যন্ত্র চালিয়েছে; এ বিভ্রান্তিকর তথ্যটি সে চক্রান্তেরই ধারাবাহিকতামাত্র। ইহুদী-খ্রিস্টানচক্র মুসলমানদের ধর্মীয় প্রতীকসমূহকে বিতর্কিত করে মক্কা-মদিনার প্রতি মানুষের আবেগ-অনুভূতি তা বিনষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্র। ইহুদিরা মুসলিম উম্মাহর চিরশত্র“। তাদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম বিশ্বকে তিনি সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। আল্লামা শাহ্ আহমদ শফী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন বিষয় নিয়েও তার সাথে মতবিনিময় করেন।
ইমাম ও খতিব তাঁর কাছে হেফাজতে ইসলামের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। মুসলমানদের ঈমান-আকিদার হেফাজত, সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন ও ব্যক্তি ও সমাজজীবনে যাবতীয় অন্যায়-অনাচার ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে দীনের সহী রাস্তায় মানুষকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। মহান আলাহর প্রতি আস্থা ও বিশ্বাস এবং বিশ্বনবী খাতামুননবিয়ীন সা. এর শান-মান-মর্যাদা অক্ষুণœ রাখার জন্য দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ তাওহিদী জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। মসজিদে নববীর ইমাম আলামা আহমদ শফীর সুস্থতা, দীর্ঘায়ু এবং বাংলাদেশের মুসলমানদের সার্বিক কামিয়াবী ও দেশে শান্তি-স্থিতিশীলতা এবং উন্নতি-অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মুনাজাত করেন।
পরে তিনি মসজিদে নববী চত্বরে আল-আসমাউল হুসনা ক্যালিগ্রাফী প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় তাঁকে স্বাগত জানান প্রদর্শনীর মহাপরিচালক শায়খ রেজা আল-জুহানী। এ-সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আলামা আহমদ শফীর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী, হেফাজতে ইসলাম মদীনা শাখার সভাপতি মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী, সেক্রেটারী মাওলানা সুফিয়ান আনিস মাদানী ও হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলমসহ বাংলাদেশের বিশিষ্ট আলিম ও প্রবাসী হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment