প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ওসমানীনগরে
দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশত আহত
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেলে উছমানপুর ইউনিয়নের সোনাতিতা ফকিরপাড়া ও ব্রাহ্মণশাসন গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয়ে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যগণসহ ব্রাহ্মণশাসন ও সোনাতিতা ফকিরপাড়া গ্রামের লোকজন সমবেত হন।
আলাপ আলোচনার এক পর্যায়ে সোনাতিতা ফকিরপাড়ার আনিসুজ্জামন সেলিমের সাথে ব্রাহ্মণশাসন গ্রামের আব্দুল আহাদ দলা মিয়ার কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। উপস্থিত অন্যরা তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে দিলেও সভা থেকে ফিরে উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘন্টাব্যাপী সংর্ঘষে উভয় পক্ষের মধ্যে প্রচুর ইটপাটকেল বিনিময়ও হয়।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জুবের আহমদ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
No comments:
Post a Comment