‘আল্লাহর প্রতি বিশ্বাসী ওবামাকে উৎখাত করতে হবে’

Friday, October 18, 2013

ল্যারী ক্লেম্যান

ল্যারী ক্লেম্যান



নিউইয়র্ক থেকে এনা : ‘আল্লাহর প্রতি অনুগত প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আমাদের সত্যিকারের প্রতিনিধি নন। তাই আরেকটি অহিংস আন্দোলনের প্রয়োজন হয়ে পড়েছে হোয়াইট হাউজ থেকে এই প্রেসিডেন্টকে অপসারণের জন্যে’-এমন বক্তব্য দিয়েছেন রক্ষণশীল রাজনৈতিক গ্র“পের প্রতিনিধিত্বকারী থিঙ্কট্যা্কং ‘ফ্রিডম ওয়াচ’র মুখপাত্র ল্যারী ক্লেম্যান। গত রোববার ভার্জিনিয়াস্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মৃতিসৌধ থেকে বের হওয়া সাবেক মার্কিন সৈন্যদের মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্যকালে ল্যারী ক্লেম্যান আরো বলেছেন, ‘আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহবান রাখছি আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় বারের মত আরেকটি অহিংস আন্দোলন রচনার জন্য এবং সে আন্দোলনের দাবি হবে এই প্রেসিডেন্ট উৎখাতের, এই প্রেসিডেন্টকে শহর ছাড়া করতে; জেগে উঠুন সকলে, কোরআনকে ঝেড়ে ফেলুন এবং এমন ব্যক্তির কবল থেকে সকলে মুক্ত হউন।’ বাজেট নিয়ে সৃষ্ট অচলাবস্থার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘এজন্যেই নানা দুর্বিপাকে জনজীবন বিপর্যস্ত হচ্ছে।’ ১৪ অক্টোবর এ সংবাদটি হাফিংটন পোস্টে ‘ÔLarry Klayman Tells Obama ‘To Put The Quran Down’ At Veterans Rally’ এই শিরোনামে প্রকাশের পর মুসলিম কম্যুনিটিতেই শুধু নয়, উদারপন্থি আমেরিকানদের মধ্যেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সংবাদে বলা হয়েছে, মিছিলকারীরা টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এবং আলাস্কার সাবেক গভর্ণর সারাহ পলিনের সাথে সাক্ষাত করেন। তারাও রাষ্ট্র পরিচালনায় বারাক ওবামা ব্যর্থ বলে মন্তব্য করেন। এই সমাবেশে সারাহ পলিন বলেছেন, ‘ইতিমধ্যেই আমাদের সৈনিকেরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তারা কোনভাবেই ভীরু নন। তাই আমাদের সামরিক বাহিনী এবং সাবেক যুদ্ধজয়ী সৈনিকেরা কখনোই কারো রাজনৈতিক মতলব হাসিলের হাতিয়ারে ব্যবহৃত হবেন না।’





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License