শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুক্রবার ॥ অংশ নিচ্ছে ৫০ হাজার শিক্ষার্থী ॥
ধর্মঘট ও হরতাল প্রত্যাহার করেছে ছাত্র শিবির
নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বহুল আকাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা শেষপর্যন্ত শুক্রবার ২১ মার্চেই অনুষ্ঠিত হচ্ছে।
এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী। শাবিপ্রবি কর্তৃপক্ষ ইতোমধ্যে আসন বিন্যাস সম্পন্ন করে নিয়েছে।
অন্যদিকে ছাত্র শিবির সংগঠনের ১৪ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
গতবছর ১২ ডিসেম্বর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'চেতনা ৭১' ভাংচুর এবং এই ভাংচুরের প্রতিবাদে পরদিন আয়োজিত শিক্ষকদের মানববন্ধনে হামলার দায়ে শাবিপ্রবি ছাত্র শিবিরের সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করে।
এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্র শিবির ১২ ও ১৩ মার্চ শাবিপ্রবিতে ধর্মঘটের ডাক দেয়, যা আংশিক পালিত হয়।
ওই সময় ছাত্র শিবির ঘোষণা করে, দাবি পূরণ না হলে ১৮ মার্চ থেকে শাবিপ্রবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট এবং ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতাল পালন করা হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। তবে শাবিপ্রবি কর্তৃপক্ষ এবং জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে ধর্মঘট ও হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়। ফলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে সকল বাধা দূর হয়ে যায়।
No comments:
Post a Comment