অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় অন্যের জায়গা দখল করতে একটি ভণ্ড চক্র কালী মন্দির তৈরি করে নরবলি (মানুষ জবাই) দেয়ার প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাজিহার গ্রামে মৃত নিত্যানন্দ বিশ্বাসের ছেলে বিমল বিশ্বাসের বাড়িতে তার বোনের ভাগ্নে রংপুরের সন্তোষ দের যুবক ছেলে সমীর দে ও তার বন্ধু নড়াইলের বিমল চন্দ্র ৩ মাস আগে এসে আশ্রয় নেয়। তাদের চলাফেরা ও আচরণ এলাকাবাসীর কাছে ছিল রহস্যজনক। অধিকাংশ সময় তারা মাদক সেবন করে নিজেদের শিব ও মা কালীর সাধক হিসেবে পরিচয় দিতে শুরু করে।
আগৈলঝাড়ায় দেবী কালীর সন্তুষ্টির নাম ভাঙিয়ে নরবলির উদ্যোগ ॥ উদ্দেশ্য অন্যের জায়গা জবরদখল
Thursday, March 5, 2015
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment