সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তা ক্রমান্বয়ে পূরণ হচ্ছে : আশফাক আহমদ

Tuesday, May 12, 2015

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই সদর উপজেলা যোগাযোগের ক্ষেত্রে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠিয়েছে তা একে একে পূরণ হচ্ছে।
মঙ্গলবার বিকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে সাদীপুর পশ্চিমপাড়া, তিলকপুর ও সাদীপুর পূর্বে ৩টি পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কুতুব উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আমির উদ্দিন, প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, ব্যবসায়ী কাওছার আহমদ, শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক কমর উদ্দিন, মুক্তিযোদ্ধা ওয়াছিব উল্লাহ ও শামসুল হক। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী রুহুল আমীন। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বাদাঘাট সোনাতলা শাখার সভাপতি আলাউদ্দিন মিয়া রাকিব আলী, সাধারণ সম্পাদক আব্দুন নূর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি শাহিন আহমদ শাহীন, তালামীযে ইসলামিয়ার সদর উপজেলা সভাপতি ওলিউর রহমান মানিক, বাচ্চু মিয়া, তাজুল ইসলাম, যুবলীগ নেতা কয়েছ আহমদ, তাজ উদ্দিন, আব্দুর রহিম, বাবুল মিয়া, জিল্লুর রহমান, উবায়দুল হক কাদির, আশিকুর রহমান, ফেরদৌস আহমদ, তরুণ লীগের জালালাবাদ থানা আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।



Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License