নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর অননুমোদিত কয়েকটি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ৬ জন রক্ত ব্যবসায়ীকে আটক করেছে।
এ সময় দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৪ ব্যাগ রক্তসহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের কর্মচারী মাসুক মিয়াকেও আটক করা হয়।
বুধবার (অক্টোবর ২২) দুপুরে গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল একই সাথে মহানগরীর কাজলশাহ এলাকায় বিভিন্ন অননুমোদিত ব্লাড ব্যাংকে অভিযান চালায়।
এ সময় সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারাও গোয়েন্দা পুলিশের সাথে ছিলেন।
অভিযানকালে সঠিক প্রক্রিয়া মেনে না চলায় ও যথাযথ অনুমতি না থাকায় ৩টি ব্লাড ব্যাংক বন্ধ করে দেয়া হয়।
অভিযানকারী গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জাবেদুর রহমান জানান, মহানগরীর অননুমোদিত ব্লাড ব্যাংকগুলো বন্ধের জন্য এক বছর আগেই স্থানীয় স্বাস্থ্য অধিদফতরকে চিঠি দেয়া হয়েছিল। এরই আলোকে এই অভিযান চালানো হয়েছে।
সিলেটে অননুমোদিত কয়েকটি ব্লাড ব্যাংকে অভিযান ॥ ৬ জন আটক ॥ ৩টি ব্লাড ব্যাংক বন্ধ
Wednesday, October 22, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment