ইলিয়াস আলী গুমের ২ বছর অতিবাহিত ॥ সিলেটে জেলা বিএনপির
মিলাদ ও দোয়া মাহফিল ॥ মহানগরের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাবেক সভাপতি এম. ইলিয়াস আলীর নিখোঁজের দুবছর পূর্ণ হয়েছে।
২০১২ সালের ১৭ এপ্রিল তিনি ঢাকা থেকে নিখোঁজ হন। তার নিখোঁজের দুবছর অতিবাহিত হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (র) মাজার মসজিদে বৃহস্পতিবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে এম. ইলিয়াস আলীকে দ্রুত ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।
পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম. নূরুল হক, যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট আব্দুল গফফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এমরান আহমদ চৌধুরী, শেখ মখন মিয়া, অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।
No comments:
Post a Comment