মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ দিনাজপুরে ১ জন খুন ॥ গাইবান্ধায় আহত ব্যক্তির মৃত্যু

Thursday, January 9, 2014

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ দিনাজপুরে ১ জন খুন ॥ গাইবান্ধায় আহত ব্যক্তির মৃত্যু


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার শহরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি ও তার ছেলে নিহত এবং তাদের বহনকারী রিক্সার চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের সঞ্জব আলীর (৭৫) মৃত্যুর খবর পেয়ে তার ছেলে মৌলভীবাজার শহরতলির শমশেরনগর সড়কের মাতারকাপন এলাকার ইম্পেরিয়াল মেডিক্যাল কলেজের নৈশপ্রহরী ইজ্জত আলী (৪৫) ও ছেলে পূর্ব মাতারকাপন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তোফাজ্জল হোসেন (১৫) বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকাল ৬টায় বাড়ির উদ্দেশ্যে রওয়া দেন।

রিক্সাযোগে তারা হবিগঞ্জ বাসস্ট্যান্ডে আসার পথে শমশেরনগর সড়কের অটবি ফার্নিচারের শোরুমের সামনে শমশেরনগরমুখী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মারাত্মক আহত রিক্সাচালক ছত্তার মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় খড় পোড়ানো নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি হয়েছেন। তার নাম হেমন্ত চন্দ্র রায় (৩৭)। তিনি উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝা কোমরপুর গ্রামের মৃত পোহাতু চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাঝা কোমরপুর গ্রামের পৌষা রায়ের ছেলে খোকন রায় বৃহস্পতিবার সকালে শীত নিবারণের জন্য হেমন্ত চন্দ্র রায়ের খড় নিয়ে এসে আগুন জ্বালালে হেমন্ত চন্দ্র রায় বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন রায় তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হেমন্ত চন্দ্র রায়ের মাথায় আঘাত করেন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টায় তিনি মারা যান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License