ওবায়দুল কবীর খোকন, বার্মিংহাম : ব্রিটেন তথা ইউরোপে ইসলামি শিক্ষার প্রসার এবং বহুমুখী দ্বীনি ও সামাজিক খিদমতের লক্ষ্যে বার্মিংহামের নিকটবর্তী ওয়েস্ট ব্রমউইচে ব্রিটেনের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে।
স্যান্ডওয়েল কলেজের বিশাল ভবন নিয়ে প্রতিষ্ঠিত এর কার্যক্রম ও পরিকল্পনা উপস্থাপনের লক্ষ্যে এবং এতে কমিউনিটির সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বার্মিংহামের স্টার্টফোর্ড রোডস্থ একটি সেমিনার হলে এক বিশেষ এক্সিভিশন এন্ড কনসালটেশন ইভেন্ট অনষ্ঠিত হয়। এতে দল-মত নির্বিশেষে কমিউনিটির গুরুত্বর্পূর্ণ ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন ।
বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের এক্সিভিশন এন্ড কনসালটেশন ইভেন্ট অনুষ্ঠিত
Friday, November 21, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment