জুয়েল খান, ফেঞ্চুগঞ্জ : প্রয়াত স্বামী মনসুর আহমদের রেখে যাওয়া জীর্ণকুটিরে অনাহারে অর্ধাহারে তিনটি শিশু সন্তান নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন ফেঞ্চুগঞ্জের নূরপুর উত্তরটিলার স্বপ্না বেগম। নুন আনতে পান্তা ফুরায় যে সংসারে সেই সংসারে নিভৃতে চোখের পানি ফেলা ছাড়া তার যে আর কিছুই করার নেই।
কিন্তু পিতৃহারা সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে যখন তিনি দিশাহারা, লক্ষ্যহীন, স্বপ্নহীন তখনই প্রয়াত মনসুর আহমদের স্কুল জীবনের সহপাঠীরা তার অসহায় পরিবারের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করলেন।
প্রয়াত বন্ধুর পরিবারের প্রতি বন্ধুদের ভালবাসায় জীর্ণকুটিরের জায়গায় উঠছে দালান নিশ্চিত হয়েছে শিশুদের লেখাপড়া
Sunday, November 9, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment