বিশেষ প্রতিবেদক : প্রথমেই দিলেন রক্তে নাচন লাগানো সেই স্লোগান ‘জয়বাংলা’। এরপর সারি বেঁধে বসা কাবদের (বয়সে সবাই শিশু-কিশোর) কাছে জানতে চাইলেন, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা দেখতে চায় কিনা। অমনি শত কণ্ঠের ‘হ্যাঁ’ ‘হ্যাঁ’ ধ্বনিতে পুরো প্রশিক্ষণ মাঠ প্রকম্পিত হয়ে উঠলো।
এরপর বললেন, ‘একপাশ থেকে ৫ জন আর অন্যপাশ থেকে ৫ জন চলে এসো।’ সাথে সাথে সবাই মিলে দে ছুট। কার আগে কে তার কাছে যেতে পারে। বিধি-নিষেধের বালাই তখন আর নেই। উচ্ছ্বাস আর উল্লাসের কাছে সব হার মেনে নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে দেখছিলেন।
সত্যিকারের মুক্তিযোদ্ধা দেখতে সকল বিধি-নিষেধের জাল ছিঁড়ে ছুট লাগালো কয়েকশ শিশু-কিশোর
Saturday, December 27, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment