তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরের কাহারোল ও ঘোড়াঘাট উপজেলায় বুধবার রাতে দুটি মাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন ট্রাক চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, রাত ১০টায় কাহারোল উপজেলার গড়েয়া ভাদগাঁ সেতুতে পেট্রোল বোমা ছুঁড়ে একটি মালবাহী ট্রাকে আগুন লাগায় দুর্বৃত্তরা। এতে ঝলসে গেছে ট্রাকচালক রফিকুল ইসলাম, ট্রাক শ্রমিক আব্দুল মালেক ও এক যাত্রীর শরীর। আহত ৩ জনকেই প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাদের স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রাক চালক ও যাত্রীর অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দিনাজপুরের কাহারোল ও ঘোড়াঘাটে দুটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে অগ্নিসংযোগ ॥ দু চালক সহ ৪ জন দগ্ধ
Wednesday, January 21, 2015
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment