সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কারের দাবিতে দু মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রবিবার সিলেট-ভোলাগঞ্জ সড়কের ২০টি স্পটে একই সময়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগরীর আম্বরখানা থেকে ভোলাগঞ্জ-ভাটরাই পর্যন্ত হাজার হাজার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে চালকরা সবধরনের যান চলাচল বন্ধ রাখেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে এ রাস্তার সংস্কার কাজ শুরু না হলে পাথর পরিহবহণ বন্ধসহ কোম্পানীগঞ্জ থেকে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
No comments:
Post a Comment