নিজস্ব প্রতিবেদক : এই শীতে বৃষ্টিপাত প্রত্যাশিত না হলেও সিলেটে বৃষ্টি নেমেছে। তাও হঠাৎ করে। এই মুহূর্তে অপ্রত্যাশিত হলেও এই বৃষ্টি কিন্তু অস্বাভাবিক নয়। প্রায় বছরই শীতে বৃষ্টি হয়। হওয়ার প্রয়োজন পড়ে অন্ততঃ কৃষির ভালোর জন্যে।
এ সময় বৃষ্টিতে স্বল্প আয়ের লোকজনের কষ্ট হয় সবচেয়ে বেশি। ক্ষতিগ্রস্ত হন শ্রমজীবী মানুষজন। অন্যদিকে উপকৃত হন কৃষকরা। কারণ এই বৃষ্টিতে বোরো ফসলের খুব উপকার হয়। উৎপাদনে ভাল প্রভাব পড়ে চা বাগানে। সবজিও উপকৃত হয়; কিন্তু ২০/২৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে আলু জাতীয় সবজির ক্ষতি হয়ে থাকে।
সিলেটে হঠাৎ বৃষ্টিপাত ॥ উপকৃত হবে বোরো ফসল আর চা ॥ অধিক বৃষ্টিতে ক্ষতির আশংকা সবজির
Sunday, January 4, 2015
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment