হেনা মমো : ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে/ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে/ সই গো বসন্ত বাতাসে...।’ ঋতুরাজ বসন্ত এসেছে। এসেছে পলাশ ফোটার-কোকিল ডাকার ফাগুন। বইছে দখিন হাওয়া। প্রকৃতিতে নতুনত্বের ছোঁয়া। অনুপম সৌন্দর্য দোলা দিচ্ছে প্রতিটি প্রাণে। এ এক অন্যরকম অনুভূতি। এরই বহিঃপ্রকাশ ঘটবে বসন্ত বরণের নানা আয়োজনে। সিলেটেও বরণডালা সাজানো হয়েছে।
এলো পলাশ ফোটার কোকিল ডাকার ফাগুন ॥ সিলেট সহ সারাদেশে সাজানো হয়েছে বরণঢালা
Thursday, February 12, 2015
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment