পাঠ্যপুস্তকে তথ্য বিভ্রাটের অভিযোগ ॥ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী

Monday, October 27, 2014


শাহীন আহমদ, কমলগঞ্জ : মঙ্গলবার ২৮ অক্টোবর ২০১৪ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী।

১৯৭১ সালের এইদিন ভোরবেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত চৌকিতে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। স্বাধীনতার জন্য তার সর্বোচ্চ ত্যাগকে সম্মান দেখিয়ে জাতির পক্ষ থেকে তাকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়; কিন্তু পাঠ্যপুস্তকে আজও তার শেষ রণাঙ্গন সংক্রান্ত তথ্যবিভ্রাট দূর হয়নি। এ কারণে কোমলমতি শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামের আক্কাছ আলী মণ্ডল ও কায়ছুন্নেছার সন্তান ছিলেন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরে তিনি লড়াই করেন।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License