এনা, নিউইয়র্ক : আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত নূর-উল ইসলামিক সেন্টারের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ থেকে ১৫ বছরের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক প্রধান শিক্ষক ৩৫ বছর বয়সী তারিক আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ধর্ষিত দু ছাত্রীকে সুস্থ করতে একজনকে থেরাপি দেয়া হয় আর অন্যজনকে অপরেশন করতে হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ঘটনাগুলো ঘটে ২০০৬ সাল থেকে ২০০৮ সালের মধ্যে। তখন তারিক আহমেদ নূর-উল ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। এখন পুলিশ তাকে খুঁজছে।
এদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে মামলায় আরো অভিযোগ করা হয়, নূর-উল ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ বিষয়টি জানতো; কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
তবে ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি প্রথমে তাদের জানা ছিলনা। যখনই তারা জানতে পারে তখনই তারিক আহমেদকে বহিষ্কার করে।
এই ঘটনায় অ্যাটর্নি জেনারেল স্কট মেগার বলেন, এটি জঘন্য একটি ঘটনা। শিক্ষক নিয়োগ করার সময় অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত ছিলো। যেসব ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তাদের মোবাইলে শিক্ষক তারিক আহমেদের বিভিন্ন ই-মেইল রয়েছে। সে ছাত্রীদের বাধ্য করেছিলো এ কাজে। তারিক আহমেদ বর্তমানে পলাতক। পুলিশ তাকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছে।
নূল-উল ইসলামিক সেন্টারটি আমেরিকান পাকিস্তানিদের দ্বারা পরিচালিত, যেখানে ইসলামিক শিক্ষা প্রদান করা হয়।
আমেরিকার ফ্লোরিডায় পাকিস্তানি ইসলামিক সেন্টারের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Saturday, November 1, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment