সুবর্ণা হামিদ : আধুনিক স্থাপত্যকলায় নতুন করে নির্মিত নান্দনিকতায় অনন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আলো ঝলমল বিশাল চত্বর কানায় কানায় পূর্ণ। সামনের রাজপথ জুড়েও মানুষ আর মানুষ। ফুটপাতে পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই। সবমিলিয়ে বলতেই হয়, জনসমুদ্র। মাথার উপরে আকাশের ছাদ। কনকনে না হলেও বেশ ঠান্ডা; কিন্তু এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। দৃষ্টি মঞ্চে নিবদ্ধ, যেখানে বসে আছেন দেশসেরা কয়েকজন সহ গুণীজনরা। একজন একজন করে মাইকের সামনে এসে কথা বলছেন।
অর্থমন্ত্রীর স্মৃতিচারণ সমাজকল্যাণ মন্ত্রীর গান আর সংস্কৃতি মন্ত্রীর আবৃত্তি শীতের রাতে উত্তাপ ছড়ায় শহীদ মিনারের জনসমুদ্রে
Wednesday, December 10, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment