জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবকে স্বাধীনতা বিরোধী চক্র মুক্ত করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মূল ভবনের প্রধান ফটকে জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম আয়োজিত এক সমাবেশে বক্তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র পেশাদার সাংবাদিকদের সদস্যপদ বঞ্চিত করে দীর্ঘদিন ধরে জাতীয় প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে। তারা জাতীয় প্রেসক্লাবকে স্বাধীনতা বিরোধীদের আখড়া বানিয়ে রেখেছে। সাংবাদিকদের সুযোগ-সুবিধার চেয়েও এটি বিএনপি-জামায়াতের বিকল্প অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতোমধ্যে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে জাতীয় প্রেসক্লাব। জাতীয় প্রেসক্লাবের নীলনকশার নির্বাচন প্রতিহতের জন্য প্রতিদিনের লাগাতার কর্মসূচির সাথে ১২ ডিসেম্বর পেশাদার সাংবাদিকদের মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। কোনো এক অপশক্তি পেশাদার সাংবাদিকদের সমাবেশকে ভন্ডুল করার পায়তারা চালাচ্ছে।
জাতীয় প্রেসক্লাবকে স্বাধীনতা বিরোধী চক্র মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ॥ শুক্রবার মহাসমাবেশ
Thursday, December 11, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment