মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বাংলাদেশের দারিদ্র বিমোচনসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমে অবদান রাখায় নেইল ওয়ার্কারকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও 'নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের টাউন ম্যানেজার গণেশ চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।
'নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প' পরিদর্শন : জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নেইল ওয়ার্কার গতকাল শনিবার সকালে দক্ষিণ সুরমার কিষাণপুরে সিলেট সিটি কর্পোরেশন ও ইউএনডিপি পরিচালিত নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কিষাণপুরের কমিউনিটি ডেভলাপমেন্ট কমিটির নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় এবং প্রকল্পের অগ্রগতির খোঁজ নেন। নেইল ওয়ার্কার নগর দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইউপিপিআর প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ প্রকল্প আরো সম্প্রসারণে কাজ করার জন্য ইউকে এইডের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
Things you can do from here:
- Subscribe to Sylhet News | সুরমা টাইমস using Google Reader
- Get started using Google Reader to easily keep up with all your favorite sites
No comments:
Post a Comment