সিলেটের মেয়রের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

Saturday, January 5, 2013



Mayor Sylhetস্টাফ রিপোর্টারঃ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নেইল ওয়ার্কার গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেইল ওয়ার্কার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত 'নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প' (ইউপিপিআর)'র কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এই প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ, সিলেটের উন্নয়ন এবং সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দেন।
মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বাংলাদেশের দারিদ্র বিমোচনসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমে অবদান রাখায় নেইল ওয়ার্কারকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও 'নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের টাউন ম্যানেজার গণেশ চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।
'নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প' পরিদর্শন : জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নেইল ওয়ার্কার গতকাল শনিবার সকালে দক্ষিণ সুরমার কিষাণপুরে সিলেট সিটি কর্পোরেশন ও ইউএনডিপি পরিচালিত নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কিষাণপুরের কমিউনিটি ডেভলাপমেন্ট কমিটির নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় এবং প্রকল্পের অগ্রগতির খোঁজ নেন। নেইল ওয়ার্কার নগর দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইউপিপিআর প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ প্রকল্প আরো সম্প্রসারণে কাজ করার জন্য ইউকে এইডের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
(0)
  • Mayor Sylhet

Things you can do from here:

Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License