সময় কারো জন্য অপেক্ষা করেনা, মাননীয় অর্থমন্ত্রী প্লিজ…
অহী আলম রেজাঃ মাননীয় অর্থমন্ত্রী প্লিজ সিলেটবাসীর জন্য কিছু করুন। আগামীতে মন্ত্রী হোন আর নাই হোন সরকারের শেষ বছরে এসে আলোকিত সিলেট গড়ার প্রকল্পটি বাস্তবায়ন করুন। আপনার জীবনের পড়ন্ত বেলায় এসে নিজেকে অমর করে রাখতে জনতার হৃদয়ে ঠাঁই করে নেন। আসামের পার্লামেন্টে প্রথম মুসলমান মহিলা এমপি'র সুযোগ্য পুত্র, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে এখনও আপনি সকলের সম্মানের জায়গায়টুকুতে অবস্থান করছেন। আপনার পরিবারের রয়েছে ঐতিয্যময় অতীত। আপনার পিতাও ছিলেন একজন সৎ ও নির্ভিক আইনজীবি।
দেশ ও দেশের বাইরে আপনার অতীত সুনাম এখনও সিলেটবাসীকে সম্মানিত করে। এই অবস্থান থেকে আপনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে সিলেটবাসী। আমরা এখন বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি আর যাই হোক সিলেটের মন্ত্রীদের গায়ে আবুলদের মত চোরের তকমা লাগাতে পারেনি কেউ। সিলেটের মাটি ও মানুষের সাথে সম্পর্ক স্থাপন করুন। আপনার শৈশব-কৈশোরের শহর ভালোবাসার শহরকে আলোকিত করতে আপনার নিরন্তর চেষ্টার ব্যাপারে সিলেটবাসী জানে মাননীয় অর্থমন্ত্রী। আপনার চেষ্টাও নিরন্তর। কিন্তু আপনার সফলতার ফসল কোনভাবেই আওয়ামীলীগ ঘরে তুলতে পারছে না।
আওয়ামীলীগের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের কাছে টানুন। এখনও আপনি সিলেট আওয়ামীলীগের অভিভাবক ও নেতা কর্মীদের আশ্রয়স্থল। দলীয় সভানেত্রী শেখ হাসিনার আস্থাভাজন আপনি। যতই সমালোচনা হোক, হোক যত মতের অমিল; অন্তত সিলেটের স্বার্থে সিলেটের জনপ্রিয় মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে একপাশে এবং অন্যপাশে দলের সফল সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে রাখুন। যেকোন আন্দোলনে যুবলীগের কর্মীরা দলের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাদের কাছে টানুন। ছাত্রলীগ কর্মীদের ঢালাও ভাবে দুর্বৃত্ত না বলে মেধাবী ছাত্র নেতাদের কাছে রাখুন। আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলাদা বসুন। সংগঠনকে শক্তিশালী করুন মাননীয় অর্থমন্ত্রী।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনার প্রতিশ্র"তির ৫ ভাগও পূরণ হয়নি। বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনার প্রতিশ্র"তি ছিল সিলেটে আর দুটি মডেল স্কুল স্থাপন। এর ভিত্তি প্রস্তরও স্থাপন হয়নি। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে ও ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রতিশ্র"তি ছিল আপনার।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন স্থাপন, সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট চালু, সিলেট আখাউড়া রেল লাইন সংস্কার, সিলেট-ঢাকা চারলেন মহাসড়ক নির্মাণও ছিল সিলেটবাসীর প্রাণের দাবি। সিলেট-ঢাকা মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটলেও এদিকে সরকারের কোন নজর নেই।
সিলেটবাসীর প্রাণের দাবি কাজির বাজার সেতু। এ সেতুর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিলেও আপনার সরকারের আমলে শেষ হবে কী না এ নিয়ে সন্দিহান সিলেট অঞ্চলের সাধারণ মানুষ। কারাগার স্থানান্তরের কাজ চলছে ধীর গতিতে, মাটি ভরাট নিয়ে আপনার দলের দুই নেতার উৎকোচ গ্রহণকে কেন্দ্র করে ঘটেছে মামলা পাল্টা মামলার ঘটনা।
সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পরবর্তী সরকারগুলো সিলেটে টেলিভিশন স্টেশন স্থাপনের প্রতিশ্রুতি দিলেও আজও সে প্রতিশ্রুতি পূরণ হয়নি। শান্তির জনপদ সিলেটে গত এক বছরে শতাধিক খুনের ঘটনা ঘটেছে। তার বেশীর ভাগই রাজনৈতিক হত্যাকান্ড। বিগত বছরগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যুদ্ধাপরাধী ইস্যুকে কেন্দ্র করে জামায়াত-শিবির নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করেছে।
আপনার দলে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাবাদী নেতাকর্মীর অপতৎপরতা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ারও খবর এসেছে পত্রিকার পাতায়। সরকারের শেষ বছরে প্রতিশ্রুতি উন্নয়ন বাস্তবায়নের দাবি কি খুব বেশি মাননীয় অর্থমন্ত্রী।
(2)দেশ ও দেশের বাইরে আপনার অতীত সুনাম এখনও সিলেটবাসীকে সম্মানিত করে। এই অবস্থান থেকে আপনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে সিলেটবাসী। আমরা এখন বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি আর যাই হোক সিলেটের মন্ত্রীদের গায়ে আবুলদের মত চোরের তকমা লাগাতে পারেনি কেউ। সিলেটের মাটি ও মানুষের সাথে সম্পর্ক স্থাপন করুন। আপনার শৈশব-কৈশোরের শহর ভালোবাসার শহরকে আলোকিত করতে আপনার নিরন্তর চেষ্টার ব্যাপারে সিলেটবাসী জানে মাননীয় অর্থমন্ত্রী। আপনার চেষ্টাও নিরন্তর। কিন্তু আপনার সফলতার ফসল কোনভাবেই আওয়ামীলীগ ঘরে তুলতে পারছে না।
আওয়ামীলীগের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের কাছে টানুন। এখনও আপনি সিলেট আওয়ামীলীগের অভিভাবক ও নেতা কর্মীদের আশ্রয়স্থল। দলীয় সভানেত্রী শেখ হাসিনার আস্থাভাজন আপনি। যতই সমালোচনা হোক, হোক যত মতের অমিল; অন্তত সিলেটের স্বার্থে সিলেটের জনপ্রিয় মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে একপাশে এবং অন্যপাশে দলের সফল সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে রাখুন। যেকোন আন্দোলনে যুবলীগের কর্মীরা দলের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাদের কাছে টানুন। ছাত্রলীগ কর্মীদের ঢালাও ভাবে দুর্বৃত্ত না বলে মেধাবী ছাত্র নেতাদের কাছে রাখুন। আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলাদা বসুন। সংগঠনকে শক্তিশালী করুন মাননীয় অর্থমন্ত্রী।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনার প্রতিশ্র"তির ৫ ভাগও পূরণ হয়নি। বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনার প্রতিশ্র"তি ছিল সিলেটে আর দুটি মডেল স্কুল স্থাপন। এর ভিত্তি প্রস্তরও স্থাপন হয়নি। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে ও ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রতিশ্র"তি ছিল আপনার।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন স্থাপন, সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট চালু, সিলেট আখাউড়া রেল লাইন সংস্কার, সিলেট-ঢাকা চারলেন মহাসড়ক নির্মাণও ছিল সিলেটবাসীর প্রাণের দাবি। সিলেট-ঢাকা মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটলেও এদিকে সরকারের কোন নজর নেই।
সিলেটবাসীর প্রাণের দাবি কাজির বাজার সেতু। এ সেতুর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিলেও আপনার সরকারের আমলে শেষ হবে কী না এ নিয়ে সন্দিহান সিলেট অঞ্চলের সাধারণ মানুষ। কারাগার স্থানান্তরের কাজ চলছে ধীর গতিতে, মাটি ভরাট নিয়ে আপনার দলের দুই নেতার উৎকোচ গ্রহণকে কেন্দ্র করে ঘটেছে মামলা পাল্টা মামলার ঘটনা।
সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পরবর্তী সরকারগুলো সিলেটে টেলিভিশন স্টেশন স্থাপনের প্রতিশ্রুতি দিলেও আজও সে প্রতিশ্রুতি পূরণ হয়নি। শান্তির জনপদ সিলেটে গত এক বছরে শতাধিক খুনের ঘটনা ঘটেছে। তার বেশীর ভাগই রাজনৈতিক হত্যাকান্ড। বিগত বছরগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যুদ্ধাপরাধী ইস্যুকে কেন্দ্র করে জামায়াত-শিবির নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করেছে।
আপনার দলে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাবাদী নেতাকর্মীর অপতৎপরতা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ারও খবর এসেছে পত্রিকার পাতায়। সরকারের শেষ বছরে প্রতিশ্রুতি উন্নয়ন বাস্তবায়নের দাবি কি খুব বেশি মাননীয় অর্থমন্ত্রী।
Things you can do from here:
- Subscribe to Sylhet News | সুরমা টাইমস using Google Reader
- Get started using Google Reader to easily keep up with all your favorite sites
No comments:
Post a Comment