সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত নগরীর শাহী ঈদগাহে অনুষ্ঠিত- ‘‘দেশের সমৃদ্ধি ও ইসলামের দুশমনদের হেদায়াতের প্রার্থনা’’

Sunday, October 5, 2014

আমাদের সিলেট ডটকম :

মুসলিম জাতির দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় খুশির দিন ঈদুল আযহা যথাযথ ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও নিয়মাবলী পালনের মধ্য দিয়ে অন্যান্য স্থানের মতো সিলেটেও উদযাপিত হচ্ছে। উদযাপনের প্রধান কার্য ঈদুল আযহার নামাজ সিলেটবাসী মুসলমানরা নিজ নিজ ঈদগাহ-ময়দান ও মসজিদে গিয়ে আদায় করেছেন।

এদিকে, সোমবার ঈদুল আযহার নামাজের জামাআত সিলেটের বৃহত্তম ঈদগাহ ময়দান শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আব্দুল করিম বিন মোশাহিদ। উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান, মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এছাড়াও ঈদের এ জামাতে রাজনীতিবিদ ব্যক্তিবর্গসহ সিলেটের বিশিষ্টজন অংশগ্রহণ করেছেন। তবে অর্থমন্ত্রী রাস্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় শাহী ঈদগাহে উপস্থিত হয়ে জামাত আদায় করতে পারেন নি।

এর আগে ঈদ জামাত আদায় করতে সাতসকাল থেকেই মুসল্লি­দের ঢল নামে ঐতিহ্যবাহী সিলেট শাহী ঈদগাহ মাঠে। একপর্যায়ে মূল ঈদগাহ মাঠের বাইরেও অসংখ্য মুসল্লি­ ঈদ জা’মাত আদায় করেন।

সকাল সাড়ে ৭টা থেকে শাহী ঈদগাহ মাঠে ইসলামের বিভিন্ন দিক নিয়ে চলে বয়ান। একইসাথে জিকির-আজগরও ছিল। ঈদের জা’মাত শেষে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা এবং ইসলামের দুশমন নাস্তিক-মুরতাদদের হেদায়াত কিংবা ধংস করতে প্রার্থনা করা হয়। প্রার্থনার সময় পুরো ঈদগাহ ময়দানে কান্নার রোল ওঠে।

এদিকে ঈদের জা’মাতকে কেন্দ্র করে শাহী ঈদগাহ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের সাথে সাথে গোয়েন্দারাও তৎপর ছিলেন ঈদগাহকে কেন্দ্র করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মুসল্লি­দের সাথে মিশে গিয়ে কাজ করেছেন গোয়েন্দারা।

দেখা গেছে, শাহী ঈদগাহে বরাবরের মতো এবারও কয়েক লাখ মানুষ নামাজ আদায় করেছেন। মূল ঈদগাহ ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়কগুলোতেও ঈদের নামাজ আদায় করেছেন লোকজন।

অন্যদিকে, সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। নামাজে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ। একই সময়ে দরগাহে হযরত শাহপরান (রহ.) মাজার ঈদগাহে ঈদুল, নবাবী জামে মসজিদ, জেলা প্রশাসনের কালেক্টরেট মাঠ এবং কানিশাইল ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা ময়দানে, একই সময়ে কুদরত উল্লাহ জামে মসজিদে, সোয়া ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহে, সকাল ৯টায় গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, ঈদের দিন শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে নগরী ও আশপাশ এলাকায় র‌্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থর সদস্যরা তৎপর।

উলে­খ্য, ঈদ উপলক্ষে নগরভবনসহ নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এতিমখানা এবং জেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার সরবরাহ করা হয়েছে।




Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License