আমাদের সিলেট ডটকমঃ মৌলভীবাজার শহর থেকে অলক দাস (২৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এম সাইফুর রহমান রোডের একটি বাড়ির তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যতরপুর গ্রামের অঞ্জন দাসের পুত্র।
পুলিশ জানায়, অলক তার ছোট ভাই ও মাকে নিয়ে দীর্ঘদিন ধরে এম সাইফুর রহমান রোডে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বিকেলে মির্জাপুরের ইউপি সদস্য ফোন করে জানান, অলক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় শোয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক জানান, অলকের মৃত্যুর ঘটনা রহস্যজনক। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে তার ভাই ও মাকে পাওয়া যায়নি বলে জানান ওসি।
মৌলভীবাজারে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার
Tuesday, October 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment