নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার দিন সরকারি ছুটি; কিন্তু এই ছুটি উপভোগ করলেন না সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ৩শ কর্মী। হলুদ রঙের সাধারণ জ্যাকেট গায়ে দুপুর থেকে রাত পর্যন্ত বিরামহীন পরিশ্রম করলেন মহানগরীকে কুরবানির বর্জ্য মুক্ত রাখতে। সফলও হলেন। তাই দুর্গন্ধে নাকে রুমাল চেপে কাউকে পথ চলতে হয়নি।
এই পরিশ্রমী মানুষগুলো প্রিয়জনদের সাথে দিনভর ঈদের খুশি উপভোগ থেকে বঞ্চিত হলেও ভিন্নরকম এক আনন্দধারায় অবগাহনের সুযোগ পেলেন। নৈশভোজ করলেন নগরপিতার বাড়িতে। এ ছিল তাদের জন্যে পরম পাওয়া। কারণ যার সাথে সাধারণত তাদের দেখা হয়না কিংবা দেখা হওয়ার সুযোগ নেই, তার অতিথি হয়ে খাওয়া-দাওয়া। তাকে কাছে পাওয়া। না, তাই শুধু নয়-তার সাথে প্রাণ খুলে কথা বলাও। এই প্রাপ্তির চমৎকার প্রকাশ তাদেরই উক্তিতে, ‘খাইয়া যতখান খুশি অইছি, তার চেয়ে বেশি খুশি অইছি মেয়রর লগে মাতিয়া’।
No comments:
Post a Comment