‘শিল্প’ হচ্ছে সংবাদপত্র

Friday, November 1, 2013

উত্তরপূর্ব ডেস্ক

মেয়াদের শেষ সময়ে এসে সংবাদপত্রকে ‘শিল্প’ হিসাবে ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামী সপ্তাহের শেষ দিকেই বিষয়টি চূড়ান্ত করা হবে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে বিএফইউজে ও ডিইউজের সাংবাদিক নেতাদের সঙ্গে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে এক সভার প্রারম্ভিক বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “সংবাদপত্রকে শিল্প ঘোষণা করলে এই মাধ্যম আরো সক্রিয় ও জীবন্ত হবে।”




সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকেই বিষয়টি উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে আইন আকারে তা চূড়ান্ত করা হবে। “সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড আইন হলে সরকারি-বেসরকারি উদ্যোগে বরাদ্দ নিয়ে বড় ধরনের তহবিল গঠন হবে। এর মাধ্যমে সাংবাদিকরা উপকৃত হবেন।”

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তাপের মধ্যে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ইনু বলেন, “গণমাধ্যমে সব ধরনের মত প্রকাশের সুযোগ রয়েছে। আর এই স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের প্রতি হস্তক্ষেপ গণতন্ত্রের প্রতি হস্তক্ষেপ।” প্রশাসন এ ব্যাপারে সব ধরনের আইনগত ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

অষ্টম ওয়েজবোর্ড কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গত শনিবার সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক করার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এখন আমরা সাংবাদিক নেতাদের সঙ্গে বসছি। সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে কী পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে আলোচনা করব।” অষ্টম ওয়েজবোর্ড ঘোষণার পর নিউজপ্রিন্টের ওপর থেকে শুল্ক পাঁচ শতাংশ কমানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিজ্ঞাপনের হারও অনেক বাড়ানো হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License