১৮ দলীয় জোট কেন্দ্র আহুত গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টানা ৬০ ঘন্টার হরতাল চলাকালে দেশব্যাপী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় শাহাদাত বরণকারী বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবানা জানাযা নামাজ আদায় করেছেন ১৮ দলীয় জোট সিলেট মহানগর নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর কোর্ট পয়েন্টে শত শত মুসল্লীদের অংশগ্রহণে জানাযার নামাজ সম্পন্ন হয়। নামাজে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি হযরত মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদী।
জানাযায় অংশ নেন ও উপস্থিত ছিলেন-১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ হক, ইসলামী ঐক্যজোট এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকীব, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও জোট এর সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুন, নগর বিএনপির সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি লেঃ কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মকসুদ হোসেন, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহীন ও আজমল বখত চৌধুরী সাদেক, সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী ও সেক্রেটারী ডা: হাবিবুর রহমান, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম. আব্দুল্লাহ আল মামুন, লেবার পার্টি মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও মোঃ শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা দল মহানগর আহবায়ক সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, সোলেমান হোসেন, ডা: আশরাফ আলী, আবুল কালাম, জাকির হোসেন, ফারুক আহমদ, রেজাউর রহমান, ফুয়াদ আহমদ, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, মুফতি আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, ছাত্রদল নেতা মাহফুজুল করিম জেহিন, কাজী মেরাজ, এজহারুল হক মন্টু, সবুর আহমদ, হোসেন আহমদ, লিটন আহমদ, আফছর খান, জাহেদ আহমদ তালুকদার, আব্দুল মালিক, খোকন মিয়া প্রমুখ।
জানাযা শেষে দেশব্যাপী শাহাদাত বরণকারী নেতাকর্মীদের রূহের মাগফেরাত এবং তাদের শাহাদাত কবুল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি
১৮ দলীয় জোট সিলেট মহানগরের গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত
Friday, November 1, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment