নতুনবার্তা,ঢাকা: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার ভোর ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শনিবার বেলা ১১টা ২০ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি ১৮ দলের মহাসচিবদের সঙ্গে বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করেন, সরকার সংলাপের কথা মুখে বললেও তাতে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। উপরন্তু বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে। এজন্য কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া তাদের সামনে কোনো পথ নেই বলেও জানান ফখরুল।
প্রসঙ্গত, গত সপ্তাহে সারা দেশে টানা ৬০ ঘণ্টার হরতাল করেছে ১৮ দল। এই হরতালে সবমিলিয়ে প্রায় ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
No comments:
Post a Comment