কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার ৬দিন পর গতকাল বৃহস্পতিবার রাত ৭টায় লাউড়েরগড় সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে বিএসএফ। ওই যুবকের নাম জনিক মিয়া (১৮)।- সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া শুল্কষ্টেশন এলাকার জিলু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়,বিজিবি সোর্স পরিচয়ধারী লাকমা গ্রামের শহীদ মিয়া,দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া বিজিবি ক্যাম্পের নামে সাপ্তাহিক ২ হাজার টাকা উৎকোচ নিয়ে গত ২৬ অক্টোবর শনিবার সকাল ৬ টায় গাড়ির টায়ার ও লোহা আনার জন্য বড়ছাড়া সীমান্তের ৯৯নং পিলার এলাকা দিয়ে জনিক মিয়াসহ আরো ৮/১০ জনকে অবৈধভাবে ভারতে পাঠায়। পরে সকাল সাড়ে ৭ টায় টায়ার ও লোহা নিয়ে সবাই বাংলাদেশে ফেরার পথে ভারতের বড়ছড়া ক্যাম্পের বিএসএফ তাড়া করে। এ সময় বেশিরভাগ লোক পালিয়ে আসতে সক্ষম হলেও জনিক মিয়াকে আটক করে বিএসএফ। চানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার বাংলাদেশী নাগরিকের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া যুবককে ৬দিন পর ফেরত দিয়েছে বিএসএফ
Friday, November 1, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment