আমাদের সিলেট ডটকম:
ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা সেই রহস্যঘেরা জীপ দুটির উভয়টিই অবশেষে উদ্ধার হয়েছে। ভারতীয় ইমিগ্রেশনের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে উদ্ঘাটিত হয়েছে আরোহী ৩ জনের পরিচয়ও। ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটকের চেষ্টা চলছে এই ৩ জনকে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে নগরীর শাহজালাল উপশহর থেকে একটি মিতসুবিশি শগুন মডেলের জীপ উদ্ধার করে পুলিশ। এরপর রাতেই নগরীর কুমারপাড়াস্থ জালালাবাদ অটোকেয়ার নামের একটি ওয়ার্কশপ থেকে উদ্ধার করা হয় অন্য জীপটি।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে জীপ দুটির ৩ আরোহী যে তথ্য দিয়ে এসেছিল, তা সংগ্রহ করেছে বাংলাদেশী কাস্টমস কর্তৃপক্ষ। এর প্রেৰিতে গতকালই সুতারকান্দি শুল্ক স্টেশনের কর্মকর্তা আব্দুল হান্নান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে এ তথ্যগুলোর সূত্র ধরে বৃটিশ হাই কমিশনের সহায়তায় ঐ ৩ আরোহীর পরিচয় সনাক্ত করার চেষ্টা করে পুলিশ। কিন্তু বৃটিশ হাই কমিশন ঐ ৩ আরোহীর সিলেটের কোন ঠিকানা দিতে পারেনি। এরপর আজ দুপুরে পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে আরোহী ৩ জনের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু, তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করতে রাজি হয়নি পুলিশের কোন সূত্র।
তবে, মামলা তদন্তে সম্পৃক্ত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে আসা সেই রহস্যময় আগন্তুকদের গ্রেফতারে ইতোমধ্যে শাহজালাল উপশহরের একটি ফ্লাট বাড়ি, শাহী ঈদগার একটি বাসা ও মেজর টিলার একটি ফ্লাটে তলৱাশী চালানো হয়েছে। এই ৩টি বাসাতেই ঐ ৩ আরোহীর কয়েকটি আত্মীয় পরিবার বসবাস করেন। কিন’, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও আগন্তুকদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, আরোহী ৩ জনের সিলেটের ঠিকানাও পুলিশ সংগ্রহ করেছে। তবে, তারা কেউ নিজেদের বাড়িতে যায়নি। এটি নিশ্চিত হওয়া গেছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে ঐ ৩ আরোহী শুধু তাদের নাম, পিতার নাম ও পাসপোর্ট নাম্বার দিয়ে আসে। এবং ভারতীয় কাস্টমস তাদের গাড়ীগুলোর চেসিস নাম্বার লিখে রেখেছিল। সেখান থেকে প্রায় তথ্য মতে, আরোহী ৩ জন হলেন- মো. কাবুল মিয়া, পিতা হাজী আবদুল বারিক। বৃটিশ পাসপোর্ট নং- ৪৫৪৭৯৩৩৫৬। ২. আজকর উদ্দিন, পিতা মৃত মো. হাবিবুর রহমান। পাসপোর্ট নং-৫০৮৮৯৮৫৫৮। ৩. আমতর আলী, পিতা মৃত মজম্মিল আলী। পাসপোর্ট নং- ৬৫২৪৯১৪৮৭। গাড়ী উদ্ধারের ঘটনায় আরোহী ৩ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উলেৱখ্য, গত বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার সুতারকান্দি স্থল বন্দর দিয়ে দুটি জীপ নিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত ৩ বৃটিশ নাগরিক ঢুকে পড়েন। এরপর তার কর্তৃপৰকে কোন তথ্য না দিয়েই জীপ দুটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিলেট জোড়ে এখনো তোলপাড় চলছে।
অবশেষে উদ্ধার হয়েছে রহস্যঘেরা সেই দুটি জীপ, পরিচয় মিলেছে আরোহী ৩ জনেরও
Friday, November 1, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment