আমাদের সিলেট ডটকমঃ
নানা জল্পনা কল্পনার পর অবশেষে আর্ন্তজাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদা অর্জনে সক্ষম হলো সিলেট বিভাগীয় স্টেডিয়াম। আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপেই আর্ন্তজাতিক ভেন্যু হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে পূণ্যভূমি সিলেট।
তবে, ক্রিকেটের জমকালো টি-টুয়েন্টি আসরের মূল পর্বের একটি ম্যাচও অনুষ্ঠিত হবেনা সিলেটে। শুধুমাত্র কোয়ালিফায়িং রাউন্ডের দুটি ম্যাচ ও প্রমীলা ক্রিকেট টি-টুয়েন্টির প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। মূল পর্বের ম্যাচ না পাওয়ায় আশাহত সিলেটের ক্রীড়া সংগঠক ও ক্রিকেটামোদীরা।
আজ রোববার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আইসিসি’র ভেন্যু ও ফিক্সচার নির্ধারণ বিষয়ক অনুষ্ঠানে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্তভাবে ভেন্যু হিসেবে মনোনয়ন পেয়েছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। ঐ অনুষ্ঠানে আইসিসি আসন্ন টিয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে মীরপুর ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট বিভাগীয় স্টেডিয়ামকেও অর্ন্তভূক্ত করে।
ঘোষিত ফিক্সচার অনুযায়ী সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ছেলেদের ম্যাচগুলের জন্য মীরপুর ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট বিভাগীয় স্টেডিয়ামকেও ভেন্যু হিসেবে রাখা হয়েছে। তবে, ছেলেদের বিশ্বকাপের মূল পর্বের ১০ টি ম্যাচের কোন খেলা হবেনা সিলেটে। শুধুমাত্র কোয়ালিফায়িং রাউন্ডের খেলাগুলোর মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। আর নক আউট পর্বের ৬টি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মীরপুর স্টেডিয়ামে।
মূল পর্বের ম্যাচ না পাওয়ায় হতাশ সিলেটের ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠকরা। তাদের প্রত্যাশা ছিল, মূল পর্বের অন্ততঃ দুয়েকটি ম্যাচ হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা জুম্মা আব্বাস রাজু আমাদের সিলেট’কে বলেন, আর্ন্তজাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের অর্ন্তভূক্তিকে নিঃসন্দেহে আমরা আনন্দিত। কারণ, রীতিমত সময়ের সাথে যুদ্ধ করে আইসিসির চাহিদা মেটাতে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের কাজ করতে হয়েছে। এজন্য আমরা উদয়াস্ত পরিশ্রম করেছি। কিন্তু, এত পরিশ্রমের পরও টি টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের কোন ম্যাচ না পাওয়ায় আমরা আশাহত। আমাদের প্রত্যাশা ছিল মূল পর্বের অন্ততঃ দুটি ম্যাচ হবে সিলেটে। কিন্তু, আইসিসি’র সিদ্ধান্ত অনুযায়ী কোয়ালিফায়িং রাউন্ডের মাত্র দুটি ম্যাচ দেখেই সন্তুষ্ট থাকতে হবে সিলেটের ক্রিকেটামোদীদের।
সিলেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক ক্রিকেটার বদরুদ্দোজা বদর আমাদের সিলেট’কে বলেন, আইসিসি’র শর্ত পূরণ করে শেষ পর্যন্ত সিলেট বিভাগীয় স্টেডিয়াম আর্ন্তজাতিক ভেন্যু হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে। কিন্তু মূল পর্বের কোন ম্যাচ সিলেটে না দেয়ার ঘটনাটি হতাশ করেছে সিলেটের অগণিত ক্রিকেট ভক্তকে।
আইসিসি’র ভেন্যু হিসেবে অনুমোদন পেল, সিলেট সুপার টেনের ম্যাচ না পাওয়ায় আশাহত ক্রিকেট ভক্তরা
Sunday, October 27, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment