জয়পুরহাটে ট্রেনে ভাংচুর অগ্নিসংযোগ ॥ দিনাজপুরে যুবলীগ নেতার হাত কর্তন
এস এস মিঠু, জয়পুরহাট : ১৮ দলের হরতাল চলাকালে রবিবার ২৭ অক্টোবর জয়পুরহাটে দুটি ট্রেনে হামলা চালিয়ে হরতাল সমর্থকরা ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
সকালে জয়পুরহাট রেলস্টেশনে দাঁড়ানো অবস্থায় সৈয়দপুর থেকে খুলনাগামী আন্ত:নগর রূপসা এক্সপ্রেসে এবং দুপুরে সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় খুলনা মেইল ট্রেনে হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
হরতাল সমর্থকরা আন্ত:নগর রূপসা এক্সপ্রেসের একটি বগির সিটে এবং খুলনা মেইল ট্রেনের পেছনের তিনটি বগিতে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া অধিকাংশ বগির জানালার কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে ১৮ দলের হরতাল চলছে।
প্রথমদিনের হরতাল চলাকালে হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশেরহাট এলাকায় হরতাল সমর্থনকারী ও হরতাল বিরোধীদের মধ্যে সংর্ঘষে আহত হয়েছে কমপক্ষে ৫ জন। এ সময় হরতাল সমর্থকরা প্রমোট (২৮) নামে এক যুবলীগ নেতার হাত কেটে ফেলে।
অন্যদিকে পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকায় হরতাল সমর্থক ও হরতাল বিরোধীদের মধ্যে সংর্ঘষে আহত হয়েছে ৩ জন। এরমধ্যে ওবায়দুল (৩০) নামে একজনের অবস্থা আশংকাজনক। পরিস্থিতি সামাল দিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
No comments:
Post a Comment