নির্মূল কমিটি নিন্দা করেছে হরতালের নামে জামাত-শিবিরের নৈরাজ্যের

Tuesday, October 29, 2013

নির্মূল কমিটি নিন্দা করেছে হরতালের নামে জামাত-শিবিরের নৈরাজ্যের


লন্ডন প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের নামে দেশব্যাপী জামাত-শিবিরের হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করেছে।


এক বিৃবতিতে এই নিন্দা করে রাষ্ট্রবিরোধী এসব কর্মকাণ্ডের জন্যে এই স্বাধীনতা বিরোধী চক্রের বিচারও দাবি করা হয়েছে।


বিবৃতিতে একই সাথে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাসভবনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসায় এবং গণমাধ্যম ভবনে বোমা হামলার নিন্দা করা হয়েছে।


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা ১৮ দলের হরতাল কর্মসূচিকে ব্যবহার করে জামাত-শিবিরের সন্ত্রাসীরা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারক, আইনজীবী, তদন্ত কর্মকর্তা, মন্ত্রী ও গণমাধ্যমের উপর সুপরিকল্পিত হামলা চালাচ্ছে। আইসিটির প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাড়ির দরজায় জামাত-শিবিরের সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করেছে, যখন মাত্র তিনি তার মেয়েকে নিয়ে বাইরে থেকে এসে মাত্র বাড়িতে ঢুকেছেন। অল্পের জন্য তাদের প্রাণরক্ষা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License