লন্ডন প্রতিনিধি
হরতালের নামে দেশব্যাপী জামাত-শিবিরের দেশদ্রোহী ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও বিচার দাবি করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে কমিটির নেতৃবৃন্দ জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাসভবনে
বোমা হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল কর্তৃক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়- আমরা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের হরতাল কর্মসূচিকে ব্যবহার করে জামাত-শিবিরের সন্ত্রাসীরা আক্রমণের লক্ষ্য হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারক, আইনজীবী, তদন্ত কর্মকর্তা, মন্ত্রী ও গণমাধ্যমের উপর সুপরিকল্পিত হামলা চালাচ্ছে। বিএনপি-জামাতের হরতালে দেশে ১৫ জন নিহত এবং কয়েক শ’ মানুষ আহত হয়েছেন। দরিদ্র ভ্যান ও সিএনজি চালককে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হরতাল দিয়ে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের অনাহারে মারার ব্যবস্থা করেছে বিএনপি জামাত। ২০০১ সালের মতো বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলা, নারী নির্যাতন, লুণ্ঠন, জোরপূর্বক চাঁদা আদায় ও হুমকির ঘটনা আরম্ভ হয়েছে। নেতৃবৃন্দ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের সার্বিক নিরাপত্তা প্রদান এবং হামলাকারী, সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধীদের যাবতীয় ধ্বংসাত্মক কার্যকলাপ কঠোর হস্তে দমনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
No comments:
Post a Comment