ট্রেনে ছাদের যাত্রীদের মল-মূত্র মিশ্রিত পানি ব্যবহার করেন বগির যাত্রীরা
শাহীন আহমদ, কমলগঞ্জ : যাতায়াতের ক্ষেত্রে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ট্রেন। বাংলাদেশের রেল ব্যবস্থা যদিও ততটা উন্নত নয় তারপরও বেশির মানুষ ট্রেনে যাতায়াত করতে ভালবাসে। এমনকি বগির ভিতরে নির্ধারিত আসনে জায়গা পেয়ে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে অনেকে আশ্রয় নেয় ট্রেনের ছাদে। রাতদিন মিলিয়ে একটানা কয়েকঘণ্টা অর্থাৎ দীর্ঘপথ পাড়ি দেয় ট্রেনের ছাদে চড়ে। যুগের পর যুগ ধরে এমনি অবস্থা চলছে।
ট্রেনের ছাদে চড়ে দীর্ঘ পথযাত্রার সময় স্বাভাবিক কারণে অনেকেরই প্রাকৃতিক কার্যাদি সম্পন্ন করার প্রয়োজন হয়। আর তখনই যত বিপত্তি দেখা দেয়।
তখন ট্রেনের ছাদ থেকে নেমে কারো পক্ষেই এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়না বলে এসব যাত্রী ট্রেনের ছাদে থাকা পানির ট্যাংকিগুলোকেই শৌচাগার হিসেবে ব্যবহার করে ফেলে। ফলে এই মল-মূত্র মিশ্রিত পানি দিয়েই বগির ভিতরের যাত্রীরা ট্রেনের নির্ধারিত শৌচাগারে প্রাকৃতিক কার্যাবলী সম্পাদন করেন।
No comments:
Post a Comment