আমাদের সিলেট ডটকম:
সিলেটে আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশে বাক বিতন্ডার ঘটনা ঘটেছে। বক্তব্যের সুযোগ না দেয়ায় যুব মহিলা লীগের নেত্রীরা বাক বিতন্ডায় লিপ্ত হন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে। বক্তব্যের সুযোগ না পেয়ে আলাদা সমাবেশ করেন যুব মহিলা লীগের নেতারা।
জানা গেছে, আজ দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে হরতাল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, মহাগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, এডভোকেট শাহ্ মোশাহিদ আলী, এডভোকেট রনজিত সরকার, শামসুল ইসলাম, তপন মিত্র, শ্রমিক লীগ নেতা আবদুর রহমান প্রমুখ।
সমাবেশে সিনিয়র নেতাদের বক্তব্যে আগে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বক্তব্যের সুযোগ দেয়া হয়। এ সময় জেলা যুব মহিলা লীগের সভানেত্রী, সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কণা বক্তব্যের সুযোগ চান। কিন্তু বার বার অনুরোধ করা সত্বেও তাকে বক্তব্যের সুযোগ দেয়া হয়নি। এ সময় জেলা ও মহানগরের সিনিয়র নেতাদের সাথে কণার বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে বক্তব্যের সুযোগ না পেয়ে নাজনীন আক্তার কণা তার সাথে থাকা যুব মহিলা লীগের ৭ জন কর্মী নিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন। তিনি সিটি পয়েন্টে গিয়ে বক্তব্য রাখা শুরু করেন। নাজনীন আক্তার কণা অভিযোগ করেছেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢালাওভাবে বক্তব্য দেয়ার সুযোগ দিলেও যুব মহিলা লীগ নেত্রীদের বক্তব্যের সুযোগ দেননি। তার সাথে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা তাসমিহ বিনতে স্বর্ণা, অর্থ সম্পাদিকা মিনারা বেগম চৌধুরী, তামান্না আক্তার রিনা, সাদিয়া আক্তার লিপি, সিপা বেগম, আছমা বেগম ও মিনা বেগম।
সিলেটে আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশে বাক বিতন্ডা
Tuesday, October 29, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment