সিলেট-৬ আসন পুনরুদ্ধার করতে এরশাদ সৈনিকরা প্রস্তুত : সেলিম উদ্দিন

Thursday, October 31, 2013

সিলেট-৬ আসন পুনরুদ্ধার করতে এরশাদ সৈনিকরা প্রস্তুত : সেলিম উদ্দিন


জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি মো. সেলিম উদ্দিন বলেছেন, দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। দেশবাসী দুই দলের দুলাচলে অতিষ্ঠ। নির্বাচন হবে কি না ১৬ কোটি মানুষের মনে প্রশ্ন। দুই নেত্রীর কথোপকথনে মানুষ বিব্রত। এই অবস্থায় দেশ চলতে পারে না।


তিনি আরো বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জাতীয় পার্টি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সিলেট-৬ আসন পুনরুদ্ধার করতে এরশাদ সৈনিকরা প্রস্তুত হয়ে গেছে।


বিয়ানীবাজার উপজেলার লাউতা বাজারে বৃহস্পতিবার ৩১ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী এবং জনসাধারণের সাথে কুশলাদি বিনিময় শেষে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।


লাউতা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিদ্দেক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জাপার সহ সভাপতি আতাউর রহমান চুনু, সহ সাধারণ সম্পাদক সফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, লাউতা ইউনিয়ন জাপার সহ সভাপতি আব্দুল মালিক উসমানী, ইরমিছ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা যুব সংহতির নেতা লিটন আহমদ, যুবনেতা বদই উদ্দিন, ইউনিয়ন যুব সংহতির আহবায়ক খালেদ আহমদ, যুগ্ম আহবায়ক মইন উদ্দিন মইন, ফয়েজ আহমদ, সাইদুল আহমদ, সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License