মৌলভীবাজারে ১৮ দলের শরিকানদের পৃথক পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে ১৮ দলীয় ঐক্যজোটের অন্তর্গত বিভিন্ন দল শহরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেল ৪টায় শহরের পৌর শিশু পার্কে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি সভাপতি এম. নাসের রহমানের গ্রুপ ও জামায়াতে ইসলামী। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, আব্দুল ওয়ালি সিদ্দিকী, আব্দুল মুকিত, জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল মান্নান, ফখরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা সম্পাদক খালেদা রব্বানীর গ্রুপ দুপুরে মিছিল ও সমাবেশ করে। এ সময় পুলিশ তাদেরকে মিছিল-সমাবেশ করতে বাঁধা দেয় বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।
পৌর শিশুপার্ক থেকে মিছিলটি বের হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, জাকির হোসেন উজ্জ্বল প্রমুখ।
তবে ১৮ দলের শরিক খেলাফত মজলিসের কোন নেতাকর্মীকে দুই গ্রুপের কোথাও দেখা যায়নি।
No comments:
Post a Comment